CoxsbazarBD.ComLogo













যেভাবে জানবেন আপনার নামে নিবন্ধিত সিম সংখ্যা
27 January, 2020Share:
-

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার করে অজান্তেই কেউ সিম নিবন্ধন করে নেয়নি তো?  কোনো চার্জ ছাড়াই আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত হয়েছে, তা দুটি পদ্ধতিতে জানতে পারবেন।


পদ্ধতি ১:
আপনার নামে নিবন্ধিত সিম হতে আপনার এনআইডি নম্বরের শেষ চার সংখ্যা  লিখে এমএমএস করুন 16001 নম্বরে। ফিরতি এসএমএসে আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত হয়েছে, তা জানিয়ে দিবে।

পদ্ধতি ২:
আপনার নামে নিবন্ধিত সিম হতে *16001# ডায়াল করুন। তারপর আপনার এনআইডির শেষ চার সংখ্যা জানতে চাওয়া হবে। তা লিখে পাঠালে ফিরতি এসএমএসে আপনার নামে কয়টি মোবাইল কোম্পানির কতটি সিম নিবন্ধিত হয়েছে, তা জানিয়ে দিবে।


আপনার এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।






Facebook ~~~~~~ About ~~~~~~ Contact

© CoxsbazarBD.Com 2013. All Rights Reserved.
DEVELOPED BY
NurUllahBD Technology