27 January, 2020 Share:
অনেক সময় প্রয়োজনে নিজের ভুলে যাওয়া টেলিটক, গ্রামীনফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল সিমের নম্বর জানার প্রয়োজন পড়ে। কোনো চার্জ ছাড়াই ভুলে যাওয়া সিমের নম্বর বের করতে পারবেন। আপনার সিমের নম্বরটি জানার জন্য সিম অনুসারে নিচের ইউএসএসডি কোড ডায়াল করলে সাথে সাথেই ডিসপ্লেতে সিমের নম্বরটি (মোবাইল নম্বর) প্রদর্শিত হবে।
টেলিটক: *551#
গ্রামীনফোন: *2#
রবি: *2#
এয়ারটেল: *2#
বাংলালিংক: *511#
গ্রামীনফোন, রবি, ও এয়ারটেল সিমের নম্বর বের করার জন্য একই ইউএসএসডি কোড অর্থাৎ *2# ডায়াল করতে হবে।