CoxsbazarBD.ComLogo













রাতে নখ কিংবা চুল কাটার বিষয়ে ইসলামের বিধান
29 January, 2020Share:
-

আমাদের সমাজে নানা ধরণের কুসংস্কার রয়েছে। এর মধ্যে কিছু ধর্মীয়, কিছু সামাজিক কুসংস্কার। এই সব ধারণা বহুদিন থেকে চলে আসছে। ফলে অনেক কুসসংস্কার এখন বিশ্বাসে পরিণত হচ্ছে। এতে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি সামাজিক নানা ধরণের সমস্যা তৈরি হচ্ছে।

রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নেই; এমন বিশ্বাস বিভিন্ন এলাকায় রয়েছে। ইসলামী শরীয়তে রাতে নখ, চুল ইত্যাদি কাটতে কোন বিধি-নিষেধ নেই।


অনেক এলাকার মানুষের মাঝেই রাতকেন্দ্রিক এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরীয়তে এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না।


আর শরীয়তের বিশুদ্ধ দলীল-প্রমাণ ছাড়া কোন কিছু বৈধ বা অবৈধ সাব্যস্থ করা যায় না। তাই আমাদেরকে এমন ভিত্তিহীন ধারণা বর্জণ করতে হবে।






Facebook ~~~~~~ About ~~~~~~ Contact

© CoxsbazarBD.Com 2013. All Rights Reserved.
DEVELOPED BY
NurUllahBD Technology