03 February, 2020
Share:
উপরে প্রদর্শিত চিত্রটি আজ বিকেল সাড়ে ৩টার চট্টগ্রাম জিইসি মোড়ের ট্রাফিক অবস্থার চিত্র। গুগলের ম্যাপিং সেবা ‘গুগল ম্যাপ’ থেকে দেশের প্রধান সড়কগুলোর ট্রাফিকের অবস্থা রিয়েল টাইমে জানতে পারবেন। আপনি যে সড়কটির ট্রাফিক অবস্থা জানতে চাচ্ছেন, গুগল ম্যাপে গিয়ে সেই সড়কটি লিখে সার্চ দিন। তারপর ম্যাপের মেনু থেকে ট্রাফিক অপশনটি সিলেক্ট করলে সড়কটির ট্রাফিক অবস্থা প্রদর্শিত হবে। রাস্তায় ট্রাফিক জ্যামের ওপর নির্ভর করে ম্যাপে থাকা সড়কের রং পরিবর্তন হবে। সড়কের ট্রাফিক অবস্থা বোঝানোর জন্য চার ধরণের রঙ ব্যবহার করা হয়েছে। রঙ গুলো হচ্ছে- সবুজ, কমলা, লাল এবং গাঢ় লাল।
সবুজ রং: জ্যাম নেই।
কমলা রং: হালকা জ্যাম রয়েছে।
লাল রং: জ্যাম লেগে রয়েছে।
গাঢ় লাল রং: প্রচণ্ড জ্যাম রয়েছে।
এভাবে ট্রাফিক অবস্থার তথ্য জানতে পারবেন। তবে কিছু কিছু প্রধান সড়কের ট্রাফিক অবস্থার তথ্য নাও থাকতে পারে।