23 March, 2020
Share:
কোনো চার্জ ছাড়াই নিজের টেলিটক সিমের ব্যালেন্স অন্য টেলিটক নম্বরে ট্র্যান্সফার করতে পারবেন। টেলিটকে ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম ও শর্তাবলী সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো।
ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম:
মোবাইলের কি-প্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *124*পিন*টাকার পরিমাণ*প্রাপকের মোবাইল নম্বর# (যেমন: *124*12345678*10*01518470470#) লিখে ডায়াল বাটন চাপলে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। এখানে ‘পিন’-এর স্থলে ১ থেকে ৮ পর্যন্ত বসাতে হবে। ডায়ালের পর যদি (Your login information is incorrect. Please try again.) বার্তা প্রদর্শিত হয়, তবে ‘পিন’-এর স্থলে ১ থেকে ৪ পর্যন্ত বসাতে হবে।
শর্তাবলী:
• প্রতি ট্রানজেকশনে সর্বনিম্ন ১০ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
• দৈনিক সর্বোচ্চ ৫০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
• দৈনিক সর্বোচ্চ ১০ বার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।
• প্রতি মাসে সর্বোচ্চ ১,০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন।
• টেলিটক প্রি-পেইড থেকে টেলিটক প্রি-পেইড নম্বরে ব্যালেন্স ট্র্যান্সফার করতে পারবেন।